হবিগঞ্জের লাখাইয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইসহাক মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত আটজন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব বামৈ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামের বাসিন্দা গোলাপ মিয়া এবং ইউপি সদস্য শের আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। শুক্রবার সকালে গোলাপ মিয়ার ছেলে মুরাদ মিয়া (৭) এবং ইউপি সদস্য শের আলীর ভাই হেকিম মিয়ার ছেলে আকিজ মিয়ার (৮) মধ্যে ক্রিকেট খেলতে গিয়ে ঝগড়া হয়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ থামাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান ইসহাক মিয়া। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএন মিয়া জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস