দেশজুড়ে

৩ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৯ বছর

তিন বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৯ বছর। তবে শেষ রক্ষা হয়নি। গ্রেফতার হয়েছেন ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের মাঈন উদ্দিন নামের ওই আসামি।

শুক্রবার (৪ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় দাগনভূঞা থানা পুলিশ।

এরআগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে তাকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মাঈন উদ্দিন দাগনভূঞা উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রাম পাঁচলাইশ থানায় মাঈন উদ্দিনের নামে মাদক মামলা রয়েছে। ওই মামলায় তাকে তিন বছরের সাজা দেন আদালত। তবে তিনি এতদিন পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে দাগনভূঞা থানা পুলিশ।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস