ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্টের জমজমাট সমাপনী হয়েছে। শুক্রবার বিকালে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে যেন হারিয়ে যাওয়া ফুটবলের সোনালী দিনের আবহ দেখা গেছে।
টানটান উত্তেজনার মধ্য দিয়ে ২নং ওয়ার্ড দলকে ট্রাইব্রেকারে হারিয়ে ১নং ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে শহীদ উল্যাহ খোন্দকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ব্যবসায়ী ও রাজনীতিক নুরের নবী ভূঞা রাজু।
ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, ধলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার আহম্মেদ মুন্সি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হাদী ওয়াসিম, ইউনিয়ন সাধারণ সম্পাদক দিদারুল আলম, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর শুক্কুর মানিক, বর্তমান সভাপতি আকরামুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আগামী শীতের মৌসুম সবাই খেলার মাঠে থাকবো। আজ অবক্ষয়ের যুগ, সন্ত্রাসের মধ্য দিয়ে অনেকে মাথাচাড়া দিতে চাচ্ছে, তাদের প্রতিরোধ করতে খেলাধুলার বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে ও অপশক্তিকে প্রতিরোধ করতে সবাইকে মাঠে থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, নিজাম উদ্দিন হাজারী এমপি ফেনী জেলায় নিরলসভাবে কাজ করছেন। একদিকে আমরা সন্ত্রাসমুক্ত রাখতে চাই, অন্যপক্ষ বাংলাদেশকে অস্থিরতায় রাখতে চায়। আমরা সন্ত্রাসমুক্ত সমাজে বসবাস করতে চাই। সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সে ধরনের জনপ্রতিনিধিদের সমর্থন করতে হবে। সমাজ পরিবর্তন করে দেশকে এগিয়ে নিতে চাই। যতবেশি খেলাধুলা হবে ততবেশি সন্ত্রাসমুক্ত হবে।’
টুর্নামেন্টে ম্যান অব দ্য টুর্নামেন্ট সৌরভ, সর্বোচ্চ গোলদাতা ইসমাইল ও আসিফকে পুরস্কৃত করা হয়।
আবদুল্লাহ আল-মামুন/আইএইচএস/