পুঁজিবাজারের তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের অধিকারমূলক বা রাইট শেয়ারের আবেদন আগামী ১৭ এপ্রিল (বুধবার) থেকে শুরু হবে। চলবে আগামী ১২ মে (বৃহস্পতিবার) পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, রাইট শেয়ারের জন্য আগামী ৮ মার্চ রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। ৮ মার্চে যেসব বিনিয়োগকারীর হাতে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল রাইট শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। জিপিএইচ ইস্পাত (৩ অনুপাত ২) হারে অর্থাৎ তাদের বিদ্যমান দুটি শেয়ারের বিপরীতে শেয়ারধারীদের কাছে তিনটি রাইট শেয়ার বিক্রি করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৪ টাকা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে প্রতিটি রাইট শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা। এই মূল্যে কোম্পানিটি ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে প্রায় ২৬২ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করবে।রাইট শেয়ার ডকুমেন্ট অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৫ টাকা ৯৯ পয়সা। ১ মে ২০১৪ সাল থেকে ৩১ জানুয়ারি ২০১৫ পর্যন্ত নয় মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা।রাইট ইস্যু ম্যানেজার হিসেবে বেনকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।জিপিএইচ ইস্পাত ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/আরএস/এবিএস