জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের মতো প্রথম বিভাগের দলের সঙ্গে খেলার মতো খেলোয়াড় আপনাদের নাই। আগে খেলোয়াড় তৈরি করেন। ওই পজিশনে আসেন। তারপর খেলার ঘোষণা দেন। যেনতেন ভাবে খেলতে গেলে ১০ গোল খাবেন।
শনিবার (৫ নভেম্বর) মাদারীপুর শিবচরের দ্বিতীয় খণ্ডে লিটন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, আমরা চাই বিরোধী দল রাজনীতি করবে, সরকারের সমালোচনা করবে। আবার বিপদের সময় বিরোধী দল সরকারের পাশে থাকবে। এটাই হলো বিরোধী দলের ভূমিকা। যখন করোনা মহামারি শুরু হয় তখন তো বিএনপি-জাতীয় পার্টিকে মানুষের পাশে দাঁড়াতে দেখিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে। তেল আমদানি বন্ধ হয়ে গেছে, ডলার সংকট হচ্ছে।
আন্দোলনের নামে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বাংলাদেশের কোনো দুর্যোগে তাদের পাশে পাই না। ভারতে আমরা দেখেছি করোনার সময় বিরোধী দল সরকারকে সহযোগিতা করেছে। কিন্তু আমাদের দেশে তা নেই। আমাদের দেশে দুর্যোগে সরকারকে কীভাবে আরও বিপদে ফেলা যায় বিরোধী দল তাই করে।
এসময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো. মাসুদ আলম, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের গভর্নিং বডির সভাপতি নাসির আহমেদ চৌধুরী, শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মোল্লা ও সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএইচ/এএসএম