দেশজুড়ে

খেলাপি ঋণ নিয়ে বিপাকে ইউপি চেয়ারম্যান

নীলফামারীর ডিমলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে খেলাপি ঋণ নিয়ে বিপাকে পড়েছেন গয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান সামছুল হক। তিনি রাকাব ডিমলা শাখা থেকে ২০১০-১১ অর্থবছরে খপ-২৩/সিসি ২২লাখ টাকা ঋণ নেয়। দীর্ঘ ৫ বছরে উক্ত ঋণের টাকা পরিশোধ না করায় সেটি খেলাপি হয়েছে। গত ৬ মাসে সামছুল হক ৮ লাখ ৩৮ হাজার টাকা ঋণের বিপরীতে পরিশোধ করেছেন। বর্তমানে পেপার ট্রানজেশন করে সামছুল হক নতুন করে সিসি ঋণ করতে চায়। কিন্তু খেলাপি হওয়ার কারণে তিনি সেটি করতে পারছেন না। সামছুল হক গয়াবাড়ী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ডিমলা শাখায় উক্ত সাবেক চেয়ারম্যানের বর্তমান পাওনা রয়েছে ২৪ লাখ ৮৫ হাজার ৪২৭ টাকা। ডিমলা রাকাব ব্যবস্থাপক শেখ ফরহাদ হোসেন জাগো নিউজকে বলেন, খেলাপি ঋণ পরিশোধ না করে আসন্ন ইউপি নির্বাচনে কোনো প্রার্থী অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, খেলাপি ঋণ পরিশোধ করে প্রত্যয়নপত্র নিতে হবে।নীলফামারী রাকাবের জোনাল ব্যবস্থাপক (এজিএম) আশরাফ উদ্দিন জাগো নিউজকে জানায়, ঋণ খেলাপির ক্ষেত্রে সমুদয় টাকা পরিশোধ করার পর নতুন করে ঋণের আবেদন করতে হবে। টাকা পরিশোধ করলে নতুন করে আবারও ২২ লাখ টাকা তিনি সিসি ঋণ নিতে পারবেন। প্রতি বছর নির্বাচনের সময় প্রার্থীদের এমন ঋণ ক্ষুদ্র ঋণগ্রহীতাকে চরম বিড়ম্বনায় ফেলছে কিনা এ প্রসঙ্গে তিনি কোন উত্তর দিতে পারেনি।জাহেদুল ইসলাম/এসএস/এবিএস