গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচ পাম্পে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে সোহেল রানা শাহিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার পূর্ব ছাপরহাটী (মণ্ডলপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল রানা ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে সোহেল রানা সেচ পাম্পে সংযোগ দিতে যান। এরমধ্য বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জের ছাপরহাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কনক কুমার গোসামী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএইচ/এমএস