দেশজুড়ে

মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো শারমিন

পিরোজপুরের ভান্ডারিয়ায় মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলো শারমিন আক্তার (১৯) নামে এক পরিক্ষার্থী।

রোববার (৬ নভেম্বর) প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় মাজিদা বেগম মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষার্থী শারমিন আক্তার উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৌকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে। তার মায়ের নাম শিউলি বেগম। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর পরিক্ষা দিচ্ছেন।

শারমিনের চাচা আব্দুল মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘ দিন ধরে লিভার ও কিডনি রােগে ভুগছিলেন। শনিবার রাত আড়াইটার দিকে ঢাকা প্রাইম হাসপাতালে শারমিনের মায়ের মৃত্যু হয়। রোববার সকাল সাড়ে ১০ টায় মায়ের মরদেহ বাড়িতে রেখেই এইচএসসি পরীক্ষায় অংশ নেন শারমিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানতে পেরেছি। এ ঘটনা সবার জন্য হৃদয়বিদারক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্রের সচিবরা মেয়েটিকে সহযোগিতা করেছে। আমরা এ ঘটনায় শোকাহত।

জেএস/এমএস