দেশজুড়ে

সিরাজগঞ্জে মর্টারশেল উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরুইমুড়ী গ্রাম থেকে একটি পুরাতন ৮২ এমএম মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পুর্নিমাগাতী ইউনিয়নের চরুইমুড়ী গ্রামের কাঠ ব্যবসায়ী আমজাদ হোসেনের বাড়ি থেকে এই মর্টারশেলটি উদ্ধার করা হয়। কাঠ ব্যবসায়ী আমজাদ হোসেন জানান, শনিবার বিকেলে তিনি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রাম থেকে একটি কাঠালগাছ ক্রয় করেন। গাছটি কাটার পর এর গুড়ি তোলার সময় মাটির নিচ থেকে একটি লম্বা ধরনের বস্তু খুঁজে পান। পরে তিনি এটিকে দামী কিছু মনে করে লোহা কাটার করাত দিয়ে তা কাটার চেষ্টা করেন। কিন্তু সেখানে উপস্থিতরা মানা করলে তিনি বস্তুটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরে তিনি বিষয়টি মুঠোফোনে থানা পুলিশকে অবহিত করার পর রোববার দুপুরে পুলিশ তার বাড়িতে এসে তা নিজেদের হেফাজতে নিয়ে নেয়।এ ব্যাপারে উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম কিবরিয়া জানান, উদ্ধারকৃত বস্তুটি একটি ৮২ এমএম মর্টারশেল। আমজাদ হোসেনের বাড়ি থেকে মর্টারশেলটি উদ্ধার করে তা বালি ভর্তি বালতির মধ্যে রাখা হয়েছে। এটি তাজা না অকেজো তা পরীক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এই মর্টারশেলটি এখানে ফেলে গিয়েছিল। বাদল ভৌমিক/এসএস/আরআইপি