আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ‘ইয়োনেক্স-সানরাইজ ব্যাডমিন্টন চ্যালেঞ্জ‘ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। স্বাগতিক বাংলাদেশসহ মোট ১১টি দেশ নিয়ে টানা দ্বিতীয়বারের মত ঢাকায় হচ্ছে এই আসর। স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড় ২০ জন। ১৬ জন পুরুষ ও ৪ জন মহিলা। মোট খেলোয়াড় ৭৮ জন।টুর্নামেন্টে ইউনেক্স প্রাইজমানি হিসেবে দিচ্ছে মোট ১৫০০০ হাজার ডলার। বাংলাদেশের খেলোয়াড়দে মধ্যে একমাত্র রইস উদ্দিন গত আসরে তৃতীয় রাউন্ডে খেলেছেন। এবার বাংলাদেশের লক্ষ কোয়ার্টার ফাইনাল।রোববার টুর্নামেন্টে চাইনিজ তাইপের সুজেন হাউ খেলেছিলেন সর্বোচ্চ র্যাংকিংধারী খেলোয়াড় হিসেবে, ৩১তম ছিল তার র্যাংকিং। এবারও এই মানের খেলোয়াড় আসছেন বলে জানানো হয়েছে ফেডারেশন থেকে। তবে এবার চাইনিজ তাইপে নেই, শীর্ষ বাছাই হতে পারেন মালয়েশিয়া বা ভারত থেকে।টুর্নামেন্টের অন্য দলগুলো হলো- ইন্দোনেশিয়া, ইরান, নেপাল, মালদ্বীপ, ক্রোয়েশিয়া, সিরিয়া, তুরস্ক ও শ্রীলংকা।এবার পল্টন জিমন্যাসিয়ামের উডেনফ্লোর খেলার অনুপোযোগী থাকায় আসরটি হচ্ছে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।