নওগাঁর বদলগাছীতে ছলিম উদ্দীন তরফদার এমপি আন্ত:জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁ জেলা।
রোববার (৬ নভেম্বর) বিকেলে বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বদলগাছী স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে নওগাঁ ৩-২ গোলে বগুড়া জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বগুড়া জেলা এবং রার্নাস আপ দলের সাব্বির হোসেন। নওগাঁ জেলার হয়ে অংশ নেয় বদলগাছী দল।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন সভাপতির দায়িত্বে ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন নওগাঁ-২(বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু ও সাধারন সম্পাদক মিজানুর রহমান কিশোর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম জামান পিন্টু সহ প্রশাসন এবং আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
মাঠে বিভিন্ন বয়সী হাজার হাজার ফুটবলপ্রেমী খেলা উপভোগ করেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, গত ১৮ অক্টোবর টুর্নামেন্টটি শুরু হয়। এতে মোট আটটি দল অংশ নেয়।
আব্বাস আলী/এমএমআর/জিকেএস