দেশজুড়ে

ভারতে সোনা পাচারকালে সীমান্তে নারী আটক

যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ রত্না বেগম (৩৪) নামের এক নারী সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে পুটখালী উত্তরপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে আটক করা হয়। আটক রত্না বেগম বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুটখালী সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে, এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া গ্রামের একটি কলাবাগানের মধ্যে তল্লাশি চালিয়ে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ রত্না বেগম নামে এক নারীকে আটক করে।

তিনি আরও জানান, উদ্ধার করা সোনার বারগুলো ওই কলাবাগানে পলিথিনে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকিয়ে রেখেছিলেন ওই নারী। জব্দ সোনার আনুমানিক বাজার দাম ৮২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা। আটক নারীকে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের এলাকাধীন সীমান্ত হতে ১৫টি অভিযানে ১৭ জন আসামিসহ মোট ৩১ কেজি ১১০ গ্রাম সোনা আটক করা হয়। যার বাজার দাম ২২ কোটি ২৮ লাখ ১৬ হাজার ৭৪৮ টাকা। এর মধ্যে আগস্ট মাসে চারটি, সেপ্টেম্বরে ছয়টি, অক্টোবরে দুটি এবং চলতি নভেম্বর মাসে একটি অভিযানে এসব সোনা উদ্ধার করা হয়।

তবে চোরাচালান প্রতিরোধে খুলনা ২১ ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

মো. জামাল হোসেন/এমকেআর