গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে শীতবরণ উৎসব ‘কুহেলিকা সম্ভাষণ’।
রোববার (৬ নভেম্বর) বিকালে শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ র্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রথমবারের মতো পালন করছে শীতবরণ উৎসব। এটি আমাদের ঐতিহ্যবাহী উৎসব। আমরা সবাই মিলে কুহেলিকা সম্ভাষণ উৎসবটিতে মজা করবো, আনন্দ করবো।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অহনা আরেফিন বলেন, শীতের কুয়াশাকে বরণ করে নিতে এই উৎসব পালন করা হয় এবং সবাই আনন্দ করে এ দিনটিকে পালন করে। আমদের ক্যাম্পাসে এবার শীতবরণ উৎসব পালন হচ্ছে। এরপর থেকে প্রতি বছর নভেম্বর মাসের প্রথম রোববার এ উৎসবটি আমরা পালন করবো।
কুহেলিকা সম্ভাষণ উৎযাপন কমিটির সমন্বয়ক শফিকুর রহমান বলেন, শীত বরণ উৎসব আমাদের ক্যাম্পাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এতে করে আমরা খুবই উচ্ছ্বসিত ও আনন্দিত। এরপর থেকে আমরা প্রতি বছর শীতবরণ উৎসব কুহেলিকা সম্ভাষণ পালন করবো।
হেমন্তের মৃদু শীতকে বরণ করে নিতে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ভিন্নধর্মী আয়োজন ‘কুহেলিকা সম্ভাষণ’। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিউ মার্কেট প্রাঙ্গণে গান, নাচ, কবিতাসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হয় উৎসবটি। মূলত শীতের কুয়াশা ঢাকা ক্যাস্পাসকে বরণ করে নিতেই এ শীত বরণ উৎসবটি হয়েছে।
জেএস/জেআইএম