সাউথ ক্যারোলিনায় আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী বাছাইয়ে দলীয় সমর্থকদের প্রাথমিক ভোট অনুষ্ঠিত হবে। এ ভোটাভুটিকে সামনে রেখে শনিবার রাতে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। তবে এবার বিতর্কের চেয়ে ব্যক্তিগত আক্রমণের মাত্রা আগের যেকোনো বিতর্ককে ছাড়িয়ে গেছে।রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ৯/১১`র টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার জন্য আরেক প্রার্থী জেব বুশের বড় ভাই জর্জ বুশের সিদ্ধান্তকে দায়ী করেছেন। ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জেব বুশকে বলেন, ইরাক যুদ্ধের ব্যাপারে জনগণকে মিথ্যা তথ্য দিয়েছিল জর্জ বুশ জুনিয়র।এ সময় জেব বুশ পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করলে বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত ট্রাম্প হট্টগোল শুরু করেন। তিনি চিৎকার করে বলতে থাকেন, জর্জ বুশের শাসনামলেই বিশ্ব বাণিজ্য কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, ইরাকে হামলা চালানোটা ছিল সবচেয়ে বড় ভুল। জর্জ বুশ সেই ভুলের জন্য দায়ী। আমরাও ভুল করতে পারি, তবে সেটি সুন্দর হয়। ইরাকে হামলা চালানো আমাদের কখনোই উচিত হয়নি। ২০০১ সালে সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলার অভিযোগে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র। সে সময় ভুল তথ্যের কারণে ইরাকে হামলা চালানো হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে উঠে এসেছে। এবিষয়ে ট্রাম্প বলেন, আমি আপনাকে বলতে চাই, ইরাকে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র আছে বলে সেসময় মিথ্যাচার করা হয়েছে। কিন্তু সেখানে কোনো অস্ত্র নেই।এসময় তিনি জর্জ বুশের ভাই জেব বুশকেও মিথ্যাবাদী উল্লেখ করে বলেন, তুমি সবচেয়ে বড় মিথ্যাবাদী। সূত্র: ডেইলি মেইল, সিবিএস নিউজ।এসআইএস/এমএস