শেরপুর সদর উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মো. খোরশেদ আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া মোল্লাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুনুয়া মোল্লাবাড়ী গ্রামের ইব্রাহিমের মেয়ের সঙ্গে একই গ্রামের খলিলের ছেলে রূপ চাঁনের বিয়ে হয়। পরবর্তীতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এ ঘটনায় ওই দুই পরিবারের মধ্যে আদালতে মামলা মোকদ্দমা চলছিল।
সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এক পর্যায়ে খোরশেদ আলীকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করেন প্রতিপক্ষের লোকজন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের রিপোর্টের আগে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে না। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।ইমরান হাসান রাব্বী/এসজে/এএসএম