দেশজুড়ে

ভৈরব সেতুর পিলারে কার্গোর ধাক্কা

যশোরের অভয়নগরে ভৈরব সেতুর পিলারে ধাক্কা দিয়েছে এমভি স্বর্ণগ্রাম-৩ নামের একটি মালবাহী কার্গো। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেওয়া কার্গোর সামনের অংশ ও সেতুর পিলারে ক্ষতের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরমুখী কার্গোটি ভৈরব সেতুর মাঝের একটি পিলারে ধাক্কা দেয়। এ সময় পুরো সেতুটি কয়েকবার কেঁপে ওঠে। দীর্ঘ সময় জাহাজটি সেখানে আটকে ছিল।

নাম না প্রকাশের শর্তে জাহাজের মাস্টার ও চালক বলেন, ‘নদীতে আমরা প্রথম এসেছি। সেতুর মাঝামাঝি স্থান দিয়ে কার্গো নেওয়ার সময় পলি মাটিতে আটকে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় কার্গোর সামনের অংশ সেতুর একটি পিলারে ধাক্কা লাগে। এতে সেতুর পিলারে তেমন কোন ক্ষতি হয়নি।’

নওয়াপাড়া নৌবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ জাগো নিউজকে বলেন, ‘সেতুর নিচে ভৈরব নদে দুটি চ্যানেল আছে। এমভি স্বর্ণগ্রাম-৩ কার্গোর চালক ওই দুই চ্যানেলে না গিয়ে নদীর মাঝামাঝি স্থান দিয়ে যাওয়ার চেষ্টা করায় দুর্ঘটনা ঘটেছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সেতুর দেখভাল করে। তারাই ব্যবস্থা নেবে।’

ঢাকায় প্রশিক্ষণে আছেন জানিয়ে উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফির বলেন, ভৈরব সেতুর পিলারে কার্গো আঘাত করেছে এমন ঘটনা শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। সেতুর ক্ষতি ও দুর্ঘটনার বিষয় খতিয়ে দেখে ধাক্কা দেওয়া জাহাজের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মিলন রহমান/এসজে/এএসএম