ফেনীতে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার (৭ নভেম্বর) রাতে ফেনীর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক মো. রাশেদ (২০) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইনদহ গ্রামের মো. নূরুজ্জামানের ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে এক মাদক কারবারি প্রাইভেটকারে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এরপর সোমবার রাতে র্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল সংলগ্ন হাজি নজির আহম্মদ এলপিজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। সেখানে সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে তা না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে প্রাইভেটকারটি আটকে এক তরুণকে আটক করেন।
আটক যুবককে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে প্রাইভেটকারের পেছনের সিটে দুটি প্লাস্টিকের বস্তায় ৫০ কেজি গাঁজা উদ্ধার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণ জানান, দীর্ঘদিন ড্রাইভিং পেশার আড়ালে কৌশলে গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে কিনে ফেনী, চট্টগ্রামসহ পাশের জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিলেন তিনি।
র্যাব ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক কারবারিসহ উদ্ধার হওয়া মাদক আইনি ব্যবস্থা নিতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জেআইএম