কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে হ্নীলা ফুলের ডেইল এলাকায় এ গোলাগুলি ঘটনা ঘটে।
নিহত মো. সালাম প্রকাশ সেলিম (৩০) টেকনাফের হ্নীলা মৌচনী রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত চারদিন ধরে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। সবশেষ রাত সাড়ে ১২টার দিকে দুপক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। সেখানেই সেলিম নামে রোহিঙ্গা যুবকটি গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে উখিয়ার পালংখালী গয়ালমারা এমএসএফ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফের হ্নীলায় গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ অবস্থায় পালংখালি গয়ালমারা এমএসএফ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ হাসপাতালে গিয়ে থেকে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, গোলাগুলির ঘটনায় একজন মারা গেছেন বলে জেনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সায়ীদ আলমগীর/জেএস/জেআইএম