শেরপুরে নবজাতক কন্যা শিশু নিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন নারজিনা আফরিন তৃষা নামের এক শিক্ষার্থী। তিনি শেরপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী।
সোমবার (৮ নভেম্বর) সকালে শেরপুর সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র লিখিত পরীক্ষায় অংশ নেন তৃষা।
তৃষার পরিবার সূত্র জানায়, গত বছরের ১৯ নভেম্বর তৃষার বিয়ে হয়। চলতি বছরের ২ নভেম্বর রাতে শেরপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন।
দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে কথা হয় পরীক্ষার্থী তৃষার সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘পরীক্ষা ভালোই দিচ্ছি। এখানে স্যারদের সহযোগিতা পাচ্ছি। কিন্তু অনেকক্ষণ বসে থেকে পরীক্ষা দিতে হয় বলে শারীরিক কিছু সমস্যা হয় মাঝেমধ্যে।’
তিনি বলেন, ‘আমার শাশুড়ি পরীক্ষার সময় আমার মেয়ের দেখভাল করছেন। আমার ইচ্ছা পড়াশোনাটা শেষ করবো। এজন্যই শারীরিক কষ্ট সত্ত্বেও পরীক্ষা দিচ্ছি।’
তৃষার শাশুড়ি সুলতানা মহসিনা বলেন, ‘আমার বউমা খুবই ভালো ও মেধাবী শিক্ষার্থী। তার ইচ্ছাশক্তিও প্রবল। তার সাহসেই আমরা সাহস পেয়েছি। আমরা তাকে সাহস দিচ্ছি সবসময়। সে যে পর্যন্ত পড়াশোনা করতে চায় আমরা তার পাশে থাকবো।’
তিনি বলেন, ‘সে যখন পরীক্ষা দেয় তখন আমি পরীক্ষা কেন্দ্রেই নাতনি নিয়ে বসে থাকি। আমাকেও কেন্দ্রে আগত অন্যান্য অভিভাবক ও শিক্ষকরা সহযোগিতা করছেন। বাচ্চা মাঝেমধ্যে কান্নাকাটি করলেও মায়ের পরীক্ষায় কোনো সমস্যা হচ্ছে না।’
শেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব হাবিবুর রহমান বলেন, পরীক্ষার্থীর মায়ের কাছে বাচ্চা রেখে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করেছি। তার পরীক্ষা দেওয়ায় যাতে কোনো সমস্যা না হয় আমরা সেদিকে খেয়াল রাখছি।
ইমরান হাসান রাব্বী/এসআর/এমএস