দেশজুড়ে

মুন্সিগঞ্জে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ছয় কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এতে ১০ হাজার সংযোগ চালু ছিল।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হোসেন্দী, ভবানীপুর, লস্করদী, নাজিরচরসহ কয়েকটি এলাকায় এসব অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়।

এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক গ্রাহককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গজারিয়া সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জাগো নিউজকে বলেন, সকাল ১০টার দিকে উপজেলার লস্করদী-ভবানীপুর এলাকা থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান শুরু হয়। অভিযানে হোসেন্দী, হোসেন্দী বাজার এলাকা, ভবানীপুর,লস্করদী, নাজির চর গ্রাম পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়। লাইনটির মাধ্যমে অন্তত ১০ হাজার সংযোগ চালু ছিল।

প্রকৌশলী সুরুজ আলম আরও বলেন, গজারিয়া উপজেলায় আরও কিছু অবৈধ গ্যাসলাইন চালু আছে বলে খবর পেয়েছি। পর্যায়ক্রমে অভিযান চালিয়ে সবগুলো লাইন বিচ্ছিন্ন করা হবে।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এমএস