দেশজুড়ে

কারাভোগ শেষে দেশে ফিরলো ২৬ জেলে

ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় আটক থাকার তিন মাস পর দেশে ফিরেছেন ২৬ জেলে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ‘বিশেষ ট্রাভেল পারমিটে’ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

এর আগে গত আগস্টে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশি অনেক জেলে। সমুদ্রে ভাসতে ভাসতে ভারত সীমান্তে গেলে সে দেশের জেলে ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধার করে।

আটকদের নাগরিকত্ব নিশ্চিত হওয়ায় কলকাতা নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনে হস্তান্তর করা হয়। তাদের বাড়ি পিরোজপুর ও বরগুনার বিভিন্ন উপজেলায়।

ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনার শেখ মারেফাত তারিকুল ইসলাম জানান, ফেরত আসা ২৬ জেলে কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাডসেন্টার ও মইপিঠ শেল্টার হোমের নিরাপত্তা হেফাজতে ছিলেন। দুই দেশের সহযোগিতায় এটা দ্রুত সম্ভব হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি জেলেদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা জেলেদের আজই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জামাল হোসেন/এএইচ/এমএস