বৃহত্তর সিলেটের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মণিপুরি সম্প্রদায়ের ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা চলছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় রাখাল নৃত্য। রাত ১২টায় শুরু হবে রাস নৃত্য।
সনাতন ধর্মাবলম্বীদের অবতার পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ও তার সখী রাধার লীলাকে ঘিরে এ উৎসব পালিত হচ্ছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে দুপুর থেকে শুরু হয় গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে শুরু হবে জোড় মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা। এ উপলক্ষে উভয় স্থানে বিশাল মেলাও বসেছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এটি মাধবপুর জোড় মণ্ডপে ১৮০তম রাস উৎসব। মাধবপুরের রাসমেলার আয়োজক মণিপুরি মহারাসলীলা সেবা সংঘ।
এদিকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরি মৈতৈ সম্প্রদায় আয়োজন করছে পৃথক রাসমেলার।
আব্দুল আজিজ/এসআর/এএসএম