দেশজুড়ে

পরশুরামে ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

ফেনীর পরশুরাম উপজেলায় ট্রাকচাপায় মো. মোজাম্মেল হক (২৭) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পেশায় রাজমিস্ত্রি মোজাম্মেল উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামের মৃত কাজী মৌলভী আমির হোসেনের ছেলে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ছাগলনাইয়া-পরশুরাম ক্যাপ্টেন লিংক সড়কের সততা ব্রিকফিল্ডের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কাজ শেষ করে রাজমিস্ত্রি মোজাম্মেল হক বাড়ি যাচ্ছিলেন। এসময় সততা ব্রিকফিল্ডের সামনের রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ধানবোঝাই ট্রাক মোজাম্মেলকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোজাম্মেলের।

স্থানীয় বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভূঞা জানান, নিহত রাজমিস্ত্রি মোজাম্মেল হকের বাড়িতে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছে। মোজাম্মেল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেলো।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালকসহ ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আবদুল্লাহ আল-মামুন/এমএএইচ/