তথ্যপ্রযুক্তি

গাড়ি পেলেন স্যামসাং ‘উইন এ কার’ বিজয়ী

স্যামসাং মোবাইল বাংলাদেশ ‘উইন এ কার’ ক্যাম্পেইন-এর মেগা পুরস্কার বিজয়ীর হাতে তুলে দেয়া হয়েছে। রোববার ময়মনসিংহ জেলার মোমিন এ ক্যাম্পেইনে বিজয়ী হিসেবে একটি গাড়ি বুঝে পেয়েছেন।। ক্রেতাদের কেনা মোবাইলের আইএমইআই নম্বর দিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে বিজয়ীকে নির্বাচন করা হয়। এ ক্যাম্পেইনের বিজয়ী মোমিন স্যামসাং গ্যালাক্সি মোবাইল জে২ কিনে গাড়িটি জেতেন।  নিজের অনুভুতি প্রকাশ করে মোমিন বলেন, ‘আমি মেগা পুরস্কারটি জিতে নেব তা কল্পনাও করিনি। এটি সত্যিই আমার জন্য স্বপ্নের মতো মনে হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘স্যামসাং গ্যালাক্সি জে২ মোবাইল ব্যবহার করে আমি খুবই আনন্দিত। এখন এ গাড়িটি আমার জীবনকে আরো উপভোগ্য করে তুলবে।’বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির ন্যাশনাল ডিস্ট্রিবিউশন পার্টনার এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মি. সালাহউদ্দিন আলমগীর, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড’র এমডি রুহুল আলম আল মাহবুব এবং স্যামসাং মোবাইলের হেড অব চ্যানেল ম্যানেজমেন্ট মুয়ীদূর।ক্যাম্পেইনে স্যামসাং গ্যালাক্সি কোর প্রাইম, গ্রান্ড প্রাইম, এইস নেক্সট২ জে১ এইস, জে২, জে৫, এবং জে৭ ডিভাইসগুলো ক্রেতারা পছন্দমতো মোবাইল কিনে সেডান কার জেতার সুযোগ পেয়েছিলেন। এতে প্রতিদিন একটি স্যামসাং ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং ৫০০০ টাকা পর্যন্ত নগদ মুল্য ছাড়েরও সুযোগ ছিলো।স্যামসাং জানিয়েছে- এ কাম্পেইনে তারা মোবাইল ক্রেতাদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছে এবং ক্যাম্পেইনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এরই ফলশ্রুতিতে ক্যাম্পেইনের সময়-সীমা বাড়ানো হয়েছে এবং ক্যাম্পেইনটি শেষে ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি ডিভাইসগুলো কিনে আরো একটি সেডান কার জেতার সুযোগ পাবেন।আরএম/এসএইচএস/এমএস