দেশজুড়ে

সরাইলে তালাবদ্ধ ইউপি ভূমি অফিস, সেবা গ্রহীতাদের অপেক্ষা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত এলাকা পানিশ্বর ইউনিয়ন। এই ইউনিয়নের ১১টি গ্রামের জনসংখ্যা ৩৩ হাজার ১৮১ জন। বৃহৎ এই জনসংখ্যার ভূমি সেবা প্রধান করার লক্ষ্যে ইউনিয়নের বিটঘর ভূমি অফিস রয়েছে। কিন্তু গত দুইদিন এই ভূমি অফিস তালাবদ্ধ থাকায় সেবা বঞ্চিত হয়েছে সেবা নিতে আসা মানুষ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউনিয়নবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, বিটঘর ভূমি অফিসে একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও একজন অফিস সহায়ক পদে নিয়োগ করা রয়েছে। তারা স্থানীয় জনগণকে ভূমি উন্নয়ন কর (কৃষি ও অকৃষি) আদায়, পেরী-ফেরীভুক্ত বাজারের অস্থায়ী একসনা লিজ নবায়ন, অর্পিত সম্পত্তির নবায়নসহ ভূমি সংক্রান্ত সেবা দিয়ে থাকেন।

প্রতিদিন সরকারি নিয়ম অনুযায়ী এই ভূমি অফিস খোলা থাকার কথা থাকলেও সোমবার (৭ নভেম্বর) ও মঙ্গলবার (৮ নভেম্বর) তা বন্ধ ছিল। ফলে সেবা নিতে আসা ইউনিয়নবাসী সেবা বঞ্চিত হয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ভূমি অফিসের সামনে অপেক্ষা করলেও কেউ অফিসের তালা পর্যন্ত খোলেননি। শেষ পর্যন্ত সেবা না নিয়েই সবাই ফিরে গেছেন।

মঙ্গলবার ভূমি অফিসে সেবা নিতে আসা খালেদ সাইফুল্লাহ রনি নামের এক যুবক জানান, আমার জায়গার দাগ নম্বরে সংশোধনী করতে হবে। তাই ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের স্বাক্ষরের জন্য গিয়েছিলাম। গতকাল এসে বন্ধ পেয়েছি, আজও সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আমি সেখানে ছিলাম, বিটঘর ভূমি অফিস তালাবদ্ধ ছিল।

আব্দুর রহমান নামের আরেক ব্যক্তি জানান, গত দুইদিন আমি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিটঘর ভূমি অফিসে অবস্থান করেছি। কিন্তু অফিস তালাবদ্ধ ছিল। অসংখ্য মানুষ অফিস খোলার প্রতিক্ষায় ছিল এবং কিছু মানুষ অপেক্ষা শেষে ফিরে গেছেন। পরে জানতে পারলাম এখানের নায়েবকে অন্য জায়গায় বদলি করা হয়েছে, নতুন নায়েব যোগদান করার কথা। বুঝলাম নায়েব বদলি, কিন্তু অফিস কেন বন্ধ থাকবে? অফিস খোলার মতো কি কেউ নেই এখানে?

পানিশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, বিটঘর ভূমি অফিসে যে কর্মকর্তা ছিলেন তাকে বদলি করা হয়েছে, নতুন কর্মকর্তা যোগদানের কথা। হয়তো কর্মকর্তাদের বিদায় এবং যোগদানের মাঝে এই অবস্থা হয়েছে। তবে অফিস তালাবদ্ধ থাকার বিষয়টি আমাকে কেউ জানায়নি।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে নতুন পদায়ন করা শামীম রেজা জাগো নিউজকে মুঠোফোনে বলেন, আমাকে গত প্রায় এক সপ্তাহ আগে বিটঘরে পোস্টিং করা হয়েছে। আমি মঙ্গলবার উপজেলায় এসে মাত্র যোগদান করেছি। যোগদানের পর মিটিংয়ে উপস্থিত ছিলাম। বিটঘর ভূমি অফিসে আমি ছাড়াও একজন মাত্র এমএলএসএস পদে এক নারী রয়েছেন। অফিস খোলা থাকার কথা, বিষয়টি আমি অবগত নই।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন জাগো নিউজকে বলেন, আগের নায়েব বদলি এবং নতুন নায়েবের যোগদানের কারণে এমনটি হয়ে থাকতে পারে। নতুন নায়েব যোগদান করে আমার সঙ্গে দেখা করে গেছেন। সেখানে তো অন্য স্টাফ থাকার কথা। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন বলেন, বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে দেখছি।

আবুল হাসনাত মো. রাফি/এমআরএম