কুড়িগ্রামে অটোরিকশার চার্জারের তারে বিদ্যুৎস্পৃষ্টে মোছা. রমিচা বেগম (৩৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলা পাঁচগাছী ইউনিয়নের পানাতিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রমিচা বেগম উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মো. সাত্তার আলীর মেয়ে। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানায়, রমিচা বেগমের বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেয় ছোট ভাই মকমল হোসেন। সকালে অটোরিকশা চার্জ থেকে খুলে নিয়ে গেলেও বিদ্যুতের তার অরক্ষিত ছিল। পরে রমিচা বেগম সে তার গোছাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বাতেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, এ ঘটনা কোনো অভিযোগ আসেনি।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জিকেএস