অমর একুশে বইমেলায় কবি ও কলামিস্ট হেলেনা জাহাঙ্গীরের ৩টি বই প্রকাশ হয়েছে। বইগুলো পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের ৪০১, ৪০২ ও ৪০৩ নম্বর স্টলে।হেলেনা জাহাঙ্গীরের কাব্যগ্রন্থ ‘সত্তা’, প্রবন্ধ সংকলন ‘সময়ের দর্পণ’ ও ফেসবুক স্ট্যাটাস সংকলন ‘ফেসবুকের পাতা থেকে’ বই ৩টি প্রকাশ করেছে দি ইউনিভার্সিটি একাডেমি। বই প্রসঙ্গে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘এবারের অমর একুশে বইমেলায় আমার তিনটি বই প্রকাশ হয়েছে। ‘ফেসবুকের পাতা থেকে’ বইটি উৎসর্গ করেছি ফেসবুক বন্ধুদের, ‘সময়ের দর্পণ’ আমার প্রিয় দেশকে উৎসর্গ করেছি, আর ‘সত্তা’ বইটি আমার প্রিয় মানুষকে উৎসর্গ করেছি।’এসইউ/একে/এমএস