অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ‘অনেকে বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া না জেনে না বুঝে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক করেছেন। কিন্তু আমি বলবো, তিনি জেনে বুঝেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করেছেন।রোববার বিকেলে বাংলা একাডেমির ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনের চতুর্থ তলার সভাকক্ষে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব সামিয়া রহমান সম্পাদিত ‘কুতর্ক বিতর্কে গণমাধ্যম’ বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়।মানিক বলেন, খালেদা জিয়া পাকিস্তানের দোসর হিসেবে কাজ করেছেন। বাংলাদেশের বিপক্ষে গিয়ে তিনি পাকিস্তানের ভাষায় পাকিস্তানের কথা বলেছেন। ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে যারা বিতর্ক করেছেন তারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, বাংলাদেশ রাষ্ট্রের বিরোধী।এসময় বক্তারা বলেন, শহীদদের সংখ্যা নিয়ে যদি কারো অভিযোগ থাকে, তবে তা একেবারেই অনুচিত হবে। কারণ এমন মন্তব্যে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের আবেগ ক্ষতিগ্রস্ত হয়েছে।গোল টেবিল আলোচনায় আরো অংশ নেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক তারেক শামসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রুবায়েত ফেরদৌস, সাংসদ ব্যারিস্টার ফজলে নুর তাপস, শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান প্রমুখ। এমএম/এমএইচ/একে/এমএস