ক্যাম্পাস

জাবিতে ‘ব্যাচেলর দিবস’ উদযাপন

বিশ্ব ভালবাসা দিবসে বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এর মাধ্যমে ‘ব্যাচেলর দিবস’ উদযাপন করেছে।‘একাই শান্তি, প্রেমে দুর্গতি’ স্লোগানে রোববার বেলা সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিলটি আল বেরুনী হলের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুরাতন কলা ও মানবিক অনুষদে গিয়ে শেষ হয়। মিছিলে আল বেরুনী হলের প্রায় অর্ধশতাধিক ব্যাচেলর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মিছিলে  থেকে তারা ‘একা আছি ভাল আছি, নিজেই নিজেকে ভালবাসি’ সহ নানা স্লোগান দিতে থাকে। মিছিল শেষে আয়োজক কমিটির আহ্বায়ক ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী অপু বিশ্বাস বলেন, বিশ্ব ভালবাসা দিবসকে নিয়েই তো সবাই ব্যস্ত থাকে। কিন্তু এই দিন ব্যাচেলরদের সম্পর্কে মানুষকে জানানোর জন্যই মূলত আমাদের এ ধরনের কর্মসূচি।অন্যদিকে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে প্রেমিক যুগলদের পদচারণায় মুখরিত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের মুক্তমঞ্চ, ছায়ামঞ্চ, মুরাদ চত্বর, টারজান পয়েন্ট, মুন্নি চত্বর, জুবায়ের সরণি, কবির সরণি, শহীদ মিনারের পাদদেশসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা।হাফিজুর রহমান/এসএইচএস/এমএস