দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৯ নভেম্বর) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতাররা হলেন- রাসেল মিয়া (২৬), সাহিদ আহম্মদ (৩২), রুহুল আমিন (২২), হৃদয় মিয়া (২৩), অয়ন মিয়া (২৩) ও সাগর মিয়া (২২)।

র‍্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় চুরি-ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকায় আত্মগোপনে থেকে ডাকাতি করতো তারা।

র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।কামরুজ্জামান আল রিয়াদ/জেএস/জিকেএস