মাগুরা সদর উপজেলার কাঁশিনাথপুর চারা বটতলা গ্রামের চার হাজার মানুষ বিদ্যুৎ সংযোগ পেয়ে নতুন করে পেল বিজয়ের স্বাদ। মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মুহ. মাহবুবর রহমান ও পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহর একান্ত চেষ্টায় নতুন করে এ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। পুরো গ্রাম ভাসছে আনন্দের জোয়ারে। বাড়িতে বাড়িতে ভালো রান্না বান্না চলছে। এমনকি জামাই-মেয়েসহ আত্মীয় স্বজনদেরও নিমন্ত্রণ জানাচ্ছেন কেউ কেউ। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান ও পুলিশ সুপার একেএম এহসান উল্লাহকে প্রাণঢালা অভিনন্দন জানায় ওই গ্রামের বাসিন্দারা। এছাড়া কাঁশিনাথপুর চারা বটতলা গ্রামের জামে মসজিদে বিশেষ দোয়ারও আয়োজন করা হয় তাদের জন্য।কাঁশিনাথপুর চারা বটতলা গ্রামের বাসিন্দা মিন্টু হোসেন জাগো নিউজকে জানান, দীর্ঘ দিন ধরে এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমারটি নষ্ট থাকায় চরম অসুবিধা ভোগ করতে হয়েছে এলাকাবাসীকে। গ্রামটিতে ২টি গুটি ইউরিয়া, ১টি তুলা ও ১টি প্লাস্টিকের কারখানাসহ বেশ কয়েকটি ক্ষুদ্র শিল্প কলকারখানা রয়েছে। যেখানে কাজ করে প্রায় এক হাজার শ্রমিক। কিন্তু দীর্ঘদিন গ্রামটি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সবাই বেকার হতে বসেছিল। কিন্তু জেলা প্রশাসক ও পুলিশ সুপারের একান্ত সহযোগিতার কারণে সোমবার নতুন ১টি ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হয়েছে যা এলাকাবাসীর প্রাণে দাবিতে পরিণত হয়েছিল। ফলে ৪৭ বছর পরে নতুন করে এলাকাবাসী পেয়েছে বিজয়ের স্বাদ। আবেগাপ্লুত হয়ে এমনভাবেই বলছিলেন এ গ্রামের বাসিন্দা মিন্টু।ওই গ্রামের এসএসসি পরীক্ষার্থী লিপু জাগো নিউজকে বলেন, দেশব্যাপি চলমান এসএসসি পরীক্ষার সময় এ বিদ্যুৎ বিভ্রাট তাদের সকল শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিতের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু নতুন করে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় তাদের পড়ালেখার আগ্রহ আরও বেড়ে যাবে। অন্যদিকে অবিভাবকদের দুশ্চিন্তাও কমতে শুরু করেছে বিদ্যুৎ পেয়ে।মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা (বর্তমানে কাঁশিনাথপুর গ্রামে কর্মরত) আব্দুর রশিদ জাগো নিউজকে বলেন, মাগুরা সদর উপজেলায় ধান চাষের জন্য বছরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তার সিংহভাগ ধানই কাঁশিনাথপুর গ্রাম থেকে উৎপাদন হয়। কিন্তু বেশ কিছু দিন বিদ্যুৎ না থাকায় চলতি বোরো মৌষুমের প্রথমেই কৃষকরা একটু ধাক্কা খেলেও বিদ্যুৎ সংযোগ পাওয়ায় ক্ষতির পরিমাণ অনেকটাই পুষিয়ে নেয়া সম্ভব হবে।মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে বলেন, পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষা করেই থাকে না বরং জনগণের বন্ধু হিসেবে কাজ করে থাকে। একটু সদ্বিচ্ছা থাকলেই অনেক বড় বড় সমস্যাও অল্পতেই সমাধান হয়ে যায়। এ সময় তিনি জঙ্গি, সন্ত্রাস, চোরাচালান ও মাদক ব্যবসাসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কাঁশিনাথপুর গ্রামবাসীকে ঐক্যবদ্ধ থেকে পুলিশকে সহযোগিতা করার পরামর্শ দেন। এ বিষয়ে মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মুহ. মাহবুবর রহমান জাগো নিউজকে জানান, ভালো কাজে তৃপ্তি অনেক বেশি থাকে। ভালো শুধু কল্যাণই বয়ে নিয়ে আসে। সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড বেগবান করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে ভালোবাসে মাগুরা জেলা প্রশাসন। কাঁশিনাথপুর চারা বটতলা গ্রামে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেয়ায় ডিজিটাল মাগুরা গঠনে ব্যাপক ভূমিকা পালন করবে বলেও জানান এ কর্মকর্তা।উল্লেখ্য, প্রায় দুই বছর যাবৎ বিদ্যুৎ বিভ্রাটে ভুগছেন এ এলাকার মানুষ।তবে শুক্রবার থেকে টানা চারদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় এ দুর্ভোগ চরমে উঠে।আরাফাত হোসেন/এসএস/এমএস