প্রাণের উচ্ছ্বাসে যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে হয়ে গেলো নৌকাবাইচ। বাদ্যযন্ত্র আর হইহুল্লোড়ে মেতেছিলেন নদীর দুপাড়ে থাকা হাজারো দর্শক।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার তালতলা খেয়াঘাট থেকে নওয়াপাড়া হাইওয়ে থানা সংলগ্ন ফেরিঘাট পর্যন্ত চলে এ নৌকাবাইচ প্রতিযোগিতা। এবারের বাইচে খুলনার কয়রা, দিঘলিয়া, তেরখাদা, গোপালগঞ্জের আলফাডাঙ্গা, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া থেকে সাতটি ঢালাই নৌকা অংশ নেয়।
দীর্ঘ দুই বছর পর নৌকাবাইচ দেখতে দুপুর থেকে ভৈরব নদীর তীরে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করতে থাকেন। তরিকুল ইসলাম নামের এক এইচএসসি পরীক্ষার্থী বলেন, অভয়নগরে বিনোদনের তেমন কোনো জায়গা নেই। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে প্রতি বছর নৌকাবাইচ বিনোদনপ্রেমীদের মনের খোরাক যোগায়। দুই বছর পর পুনরায় নৌকাবাইচ হওয়ায় উপভোগ করেছি।’
নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছে নওয়াপাড়া পৌরসভা। তাই প্রতিবছর যেন নৌকাবাইচ আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে ফেরিঘাট এলাকায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন, যশোর-১ আসনের সংসদ সদস্য ও আফিল গ্রুপের চেয়ারম্যান শেখ আফিল উদ্দিন ও যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনসহ অনেকে।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে আলফাডাঙ্গার ‘সোনার বাংলা’, দ্বিতীয় হয় তেরখাদার ‘ভাই ভাই জলপরী’ ও তৃতীয় হয় টুঙ্গিপাড়ার ‘জয় মা দুর্গা’। এছাড়া অংশগ্রহণকারী সব দলকে সম্মাননা স্মারকসহ প্রাইজমানি দেওয়া হয়।
মিলন রহমান/এসজে/এমএস