পঞ্চগড়ের রাজনগর হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
শুক্রবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে মধ্যবাজারের শুকটিহাটি থেকে অগ্নিকাণ্ডের শুরু হয় বলে স্থানীয়দের ধারণা। এরপর আগুন দ্রুত পাশের মুরগিহাটি, পানহাটি, মুড়িহাটি, চুড়িহাটিতে ছড়িয়ে পড়ে।
পঞ্চগড় বাজারের মুরগী হাটির ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, আগুনে আমাদের প্রায় ২৪টি দোকান পুড়ে যায়। প্রতিটি দোকানেই কমবেশি মুরগী ছিল। এদের কেউ দেশি মুরগি এবং কেউ ব্রয়লার মুরগি বিক্রি করেন। আগুনে আমাদের দোকান ঘরের সঙ্গে পুঁজিও শেষ হয়ে গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাত দেড়টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের সব ইউনিট কাজ করেছেন। কোথায়, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা তা যায়নি। তবে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা আগুনে পুড়ে যাওয়া ৬৫টি দোকানের তালিকা করেছি।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক বলেন, স্থানীয়দের সহায়তায় পঞ্চগড়, তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জরিপের মাধ্যমে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।
সফিকুল আলম/জেএস/এএসএম