স্বামীর সামনেই ৪৫ বছর বয়সী এক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন জড়িত ছিলেন। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের সিরোহি জেলায়। সেখানে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ জানিয়েছে, ডাকাতির উদ্দেশ্য চারজন পুরুষ তাদের বাড়িতে প্রবেশ করে। ঘটনার পর বাড়িতেই অবস্থান করেন ওই দম্পত্তি। তবে স্থানীয় থানায় মামলা দায়েরের আগ পর্যন্ত তারা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
শনিবার (১২ নভেম্বর) পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে এখনো একজনকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে।
ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (পিন্ডওয়ারা) জেঠু সিং জানিয়েছেন, ওই নারীর স্বামী প্রহরী হিসেবে কাজ করতেন। গত বুধবার রাতে যখন তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন চার ব্যক্তি বাড়িতে ঢুকে তাদের জিম্মি করে।
তিনি বলেন, প্রথমে অভিযুক্তরা তার স্বামীকে আটকে ১৪ হাজার রুপি ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা আরও নগদ অর্থ ও মূল্যবান জিনিস দাবি করে। কিন্তু ওই দম্পত্তির কাছে কিছু রুপার গয়না ছাড়া কিছুই ছিল না।
পরে ডাকাতরা কিছু না পয়ে তার স্বামীর সামনেই ওই নারীকে ধর্ষণ করে বলেও জানান জেঠু সিং।
পুলিশের এই কর্মকর্ত বলেন, মামলার তথ্য পাওয়ার পর পুলিশ অ্যাকশনে নেমেছে এবং বিভিন্ন স্টেশনের কর্মীরা অভিযুক্তদের শনাক্তকরণে নিযুক্ত হন।
তিনি আরও বলেন, এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের দল চতুর্থ ব্যক্তিকে ধরতে চেষ্টা চালাচ্ছে। আশা করা হচ্ছে শিগগিরই তাকে ধরা হবে।
এমএসএম