লাইফস্টাইল

মেঘে একুশের পোশাক

ফ্যাশন হাউস মেঘে এসেছে একুশের পোশাক। বাংলা বর্ণমালা, শহিদ মিনারসহ একুশের নানা বিষয় দিয়ে সাদা-কালো রঙে নকশা করা হয়েছে এসব পোশাক। এসব পোশাকের মধ্যে আছে বড়দের ও ছোটদের পাঞ্জাবি, ফতুয়া, টপস, কামিজ ও টি-শার্ট। মেঘের বিক্রয় কেন্দ্র আছে- শাহবাগের আজিজ সুপার মর্কেটে, ধানমন্ডির সীমান্ত স্কয়ারে ও মিরপুর অরজিনাল দশ নম্বরে (মিরপুর সাড়ে ১০)। ফোন : ০১৮৩১৯৯৯৮৯৯এইচএন/এমএস