ফ্যাশন হাউজ যোগী এনেছে একুশের পোশাক। এসব পোশাকের মধ্যে আছে পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, মেয়েদের টপস ও শিশুদের পোশাক। বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে দেশীয় কাপড়ে তৈরি এসব পোশাকের নকশা করা হয়েছে বাংলা বর্ণমালা ও শহিদ মিনারের ছবি দিয়ে। ঠিকানা : দোকান-৩৪, (নিচতলা) ও ১বি (তৃতীয়তলা), আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা। ০১৭১৬৫৮১০৭৬
এইচএন/এবিএস