দেশজুড়ে

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে জয় মন্ডল (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে এ ঘটনা ঘটে।

জয় মন্ডল ওই গ্রামের তরুণ মন্ডলের ছেলে। তিনি চলমান এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জয় গরু গোসল করাতে ডহর মশিয়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মাঠে যান। এ সময় বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে গরুর দড়ি পেঁচিয়ে যায়। এ অবস্থায় গরুটি হঠাৎ ছুটতে শুরু করলে টান লেগে বিদ্যুতের তার ছিড়ে গরু এবং জয়ের শরীরের ওপর পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গরুটিও ঘটনাস্থলে মারা যায়।

পরিবারের সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে জয়ের মরদেহ নিয়ে শনিবার বিকেলে মনিরামপুর হ্যালার ঘাট মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করেন।

মিলন রহমান/কেএসআর