দেশজুড়ে

টেকনাফে ভূমিদস্যুদের হামলায় বিট কর্মকর্তাসহ আহত ৬

কক্সবাজারের টেকনাফে ভূমিদস্যুদের হামলায় শীলখালী রেঞ্জের রাজারছড়া বিট কর্মকর্তা শামীম হোসেন ও সিপিসি সদস্যসহ ছয়জন আহত হয়েছেন।

রোববার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালি রেঞ্জের নোয়াখালী পাড়ায় এঘটনা ঘটে। শীলখালীর রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় একদল ভূমিদস্যু সরকারি জায়গা জবর দখল করে দোকান ও বাড়ি নির্মাণ করছিল। এমন সংবাদ পেয়ে রাজারছড়া বিট কর্মকর্তা শামীম হোসেন ও সিপিসি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দিলে দখলকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বিট কর্মকর্তা ও সিপিসির সদস্যসহ ছয়জন মারাত্মক আহত হন।

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। হামলায় বিট কর্মকর্তা ও সিপিসির সদস্যদের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/কেএসআর