দেশজুড়ে

১৩ দফা দাবি বাস্তবায়ন চান মাদরাসার শিক্ষক-কর্মচারীরা

নড়াইলে স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ব্যানারে সোমবার (১৪ নভেম্বর) সকালে নড়াইল-যশোর সড়কের চৌরাস্তায় মানববন্ধন করেন তারা। এতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। পরে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে সব স্তরের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা শতভাগ বাস্তবায়ন, মহিলা কোটা সংশোধনপূর্বক যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগসহ ১৩ দফা দাবি বাস্তবায়ন চান তারা।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন নড়াইলের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ ফজলুল করিম, বরাশুলা ক্যাডেট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিনসহ অনেকে।

হাফিজুল নিলু/এসজে/এমএস