একুশে বইমেলা

বইমেলায় মাসউদুর রহমান খানের কাব্যগ্রন্থ সঙ্গে যাবো

আমাদের সাহিত্যে চলছে তারুণ্যের মিছিল। এই মিছিলের অন্যতম মুখ কবি মাসউদুর রহমান খান। যিনি কবিতার মাঝে প্রশান্তি খুজে পান। অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ -তে সাহস পাবলিকেশন্স থেকে এসেছিল কবির প্রথম কাব্যগন্থ `সঙ্গে যাবো`। পাঠক ও বন্ধু মহলে প্রশংসা কুড়ানো তার প্রথম কাব্যগ্রন্থ `সঙ্গে যাবো` এবারের অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তেও পাওয়া যাচ্ছে।বর্তমান সময়ের দেশের সেরা ছড়াকার জগলুল হায়দার, `সঙ্গে যাবো` সম্পর্কে লিখেছেন - ``বইটির বেশ কিছু কবিতা আমার পড়া হয়েছে। কবিতাগুলো পড়ে তার প্রাকৃত কাব্যমনের সন্ধান পেয়েছি। যে মন ভাবময়, সে মন নিয়ত প্রকাশের ভাষা খোঁজে। মাসউদুরও খোঁজেন। সেই ভাবময়তার সাক্ষ্য বহন করে `সময়রেখা` কবিতার এ লাইন ক`টি -`এমনি করে সময়রেখায় পরিবর্তিত হয় স্থান কাল পাত্রতবুও সেখানে রয়েছে শুভ্রাংশুর মন ভোলানো মায়ারথ। `এই বইয়ে সংযোজিত কবিতাগুলোতে আবেগের আধিক্য থাকলেও আমার বিশ্বাস ধারাবাহিক চর্চা কবিতার অঙ্গনে ক্রমেই ঋদ্ধ করে তুলবে তাকে।``৫৬ পৃষ্ঠার এই বইটিতে মোট কবিতা রয়েছে ৪৬ টি। নারী পুরুষের চিরায়িত প্রেম, রাগ, অনুরাগ বইটির প্রধান উপজীব্য হলেও এতে মা, মাটি, কাল ও বোধের বিশেষ উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রেমিক যুগল কিংবা সদ্য প্রেমে পড়া মানুষটির বইটি বিশেষ ভালো লাগবে বলে বিশ্বাস করি।`সঙ্গে যাবো` প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। আর এতে চমৎকার প্রচ্ছদ এঁকেছেন শিল্পী চারু পিন্টু। বইটির শুভেচ্ছা মূল্য ১২০ টাকা। বইমেলা উপলক্ষ্যে ২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে মেলা প্রাঙ্গণের সোহরাওয়ার্দী উদ্যান অংশে `সাহস পাবলিকেশন্স` এর ৩৭৫ নং স্টলে।এইচএন/আরআইপি