সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রাজু মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করার সময় এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম মো. রাজু মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মনসুর আলীর ছেলে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজু মিয়া মঙ্গলবার সকালে উপজেলা সদরে জনস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সেখানে থাকা অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
লিপসন আহমেদ/জেএস/এমএস