দেশজুড়ে

দেশকে বদলে দিয়েছেন শেখ হাসিনা: তথ্যমন্ত্রী

বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে বদলে দিয়েছেন।

তিনি বলেন, রাস্তাঘাট, স্কুল-কলেজসহ প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করা হয়েছে। যার মাধ্যমে অনলাইন, মোবাইল ব্যাংকিংসহ ঘরে বসে বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এটি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ ও প্রযক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, শহিদুল ইসলাম বকুল এমপি প্রমুখ।

সঞ্চালনা করেন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ মোল্লা।

সভার দ্বিতীয় অধিবেশনে বর্তমান সভাপতি আনিসুর রহমানকে সভাপতি এবং আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

রেজাউল করিম রেজা/এসআর