জাতীয়

রাসায়নিক দ্রব্য বিষয়ক মত বিনিময় অনুষ্ঠিত

রাসায়নিক অস্ত্র কনভেনশন সম্পর্কিত জাতীয় কমিটির প্রতিনিধি (বিএনএসিডব্লিউসি) এবং ইনসেক্টিসাইডস (কীটনাশক), হারবিসাইডস (আগাছানাশক) সংক্রান্ত বিভিন্ন রাসায়নিক কারখানার প্রতিনিধিদের মধ্যকার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় তফসিলভূক্ত ও তফসিল বহির্ভূত রাসায়নিক দ্রব্যের ব্যবহার ও শ্রেণিবিভাগ, ইনসেক্টিসাইডস ও হারবিসাইডস এ ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্যের আমদানী, সংরক্ষণ ও ব্যবহার সংক্রান্ত নিয়মনীতি ও নিরাপত্তা এবং এ সংক্রান্ত জাতীয় কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর প্রতিনিধি এবং বিএনএসিডব্লিউসি, নির্বাহী সেলের কর্মকর্তাগণ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ), ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এর মোট ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশে অসংখ্য সরকারি ও বেসরকারি  কোম্পানি/সংস্থা  তফসিলভুক্ত বা তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য মজুদ, ব্যবহার ও আমদানি করে থাকে। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন সকল প্রকার বিষাক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, মজুদ ও আমদানি কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত। এসএ/এসকেডি/আরআইপি