খেলাধুলা

কেটে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের ঝামেলা!

বেতন-ভাতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে লেগে থাকা ঝামেলা অবশেষে কেটে গেলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের! আনুষ্ঠানিক কোন ঘোষণা না এলেও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, ঝগড়া-বিবাদ কেটে গেছে। এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকেই সকল মনযোগ নিবদ্ধ করছে ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বেধে দেয়া সময়ের মধ্যেই চুক্তিতে স্বাক্ষর করেছেন ১২জন ক্রিকেটার। কিয়েরণ পোলার্ড এবং সুনিল নারিনের পর টি-টোয়েন্টি দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ড্যারেন ব্র্যাভো। ফলে, ঘোষিত ১৫ সদস্যের মধ্যে ১২জনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাচ্ছে ক্যরিবীয়রা।ম্যাচ ফি, পারিশ্রমিক থেকে শুরু করে প্রাইজ মানিসহ নানা বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দারুণ ঝামেলা বেধে যায়। ক্যারিবীয় বোর্ডের দেয়া শর্ত না মেনে বিদ্রোহের ইঙ্গিত মেলে ক্রিকেটারদের পক্ষ থেকে। ঝামেলা নিরসনে ক্রিকেটারদের হয়ে বোর্ডের কাছে চিঠি লিখেছিলেন অধিনায়ক ড্যারেন স্যামি। কয়েকদফা চিঠি লিখে অনমনীয় মনোভাব প্রদর্শণ করেছিলেণ ক্রিকেটাররা। জবাবে অনমনীয় মনোভাব দেখায় বোর্ডও। তারা আল্টিমেটাম দিয়ে দেয়, ১৪ ফেব্রুয়ারির মধ্যে চুক্তিতে স্বাক্ষর না করলে দ্বিতীয় সারির দলই তারা পাঠাবে বিশ্বকাপে।অবশেষে বোর্ডের শর্তই সম্ভবত মেনে নিয়েছে ক্রিকেটাররা। যে কারণে, কোন উচ্চবাচ্য না করেই তারা চুক্তিতে স্বাক্ষর করেছে। ফলে, পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ দলই যে বিশ্বকাপে অংশ নিচ্ছে তাতে আর সন্দেহ রইল না।ইনজুরি থেকে সেরে না ওঠার কারণে কিয়েরণ পোলার্ড, বোলিং অ্যাকশন ঠিক না হওয়ায় সুনিল নারিন নিজেদেরকে আগে থেকেই সরিয়ে নেন। অপরদিকে শেষ দিন বোর্ডের কাছে চিঠি লিখে ড্যারেন ব্র্যাভো জানান যে, তিনি টি-টোয়েন্টির চেয়ে টেস্ট ক্রিকেটেই বেশি মনযোগি হতে চান। ফলে, তিনি টি-টোয়েন্টি দলে থাকতে চান না।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কিয়েরণ পোলার্ডের পরিবর্তে অলরাউন্ডার কার্লোস ব্রাফেট এবং সুনিল নারিনের পরিবর্তে অফস্পিনার অ্যাশলে নার্সকে দলে অন্তর্ভূক্ত করে নিয়েছে। তবে ড্যারেন ব্র্যাভোর পরিবর্তে কাকে নেয়া হবে তা এখনও নিশ্চিত করেনি তারা।আইএইচএস/আরআইপি