অর্থনীতি

আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলা বৃহস্পতিবার থেকে

তৃতীয় বারের মতো শুরু হচ্ছে আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী মেলা। আগামী বৃহস্পতিবার মেলা শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। তিনদিন ব্যাপী মেলার আয়োজন করেছে অ্যানিমেল হেল্থ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। আয়োজকরা জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনের এ মেলা ও সেমিনার অনুষ্ঠিত হবে, যা দেশের অনগ্রসর ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি সেক্টরের সমস্যা ও এর প্রতিকার, কারিগরি উন্নয়ন এবং স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে ব্যাপকভাবে অবদান রাখবে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উদ্বোধন করবেন অর্থমন্ত্রী। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এফবিসিসিআই এর প্রেসিডেন্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।প্রদর্শনীতে প্রায় দেড়শত স্টলে জাতীয় ও আন্তর্জাাতিক অঙ্গনে খ্যাতনামা দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং অ্যানিমেল হেল্থ সেক্টরে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও উপকরণাদি উপস্থাপন করা হবে। বাংলাদেশের প্রাণিজ সেক্টরের সকল উদ্যোক্তা, খামারি, পেশাজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ মেলায় অংশগ্রহণের মাধ্যমে এ সেক্টরের বিভিন্ন সমস্যা, প্রতিকারের উপায়, সম্ভাবনা ও সার্বিক বিষয়ে জ্ঞান আহরণের মাধ্যমে এ সেক্টরে অবদান রাখতে সক্ষম হবেন। কোনো প্রকার প্রবেশ ফি ছাড়াই যেকোনো দর্শনার্থী প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা পরিদর্শন করতে পারবেন। আহকাব সভাপতি এ কে এম আলমগীর, সহ সভাপতি মো. রফিকুল হক, মহাসচিব নজরুল ইসলাম ছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রেস কনফারেন্সে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।আয়োজক কমিটি মেলার সঙ্গে ৩দিন ব্যাপী সেমিনারেরও আয়োজন করছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশি-বিদেশি ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণী বিজ্ঞানীরা সেমিনারে অংশ নেবেন যেখানে প্রায় ৫০টি গবেষণা পত্র উপস্থাপন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমর্থনে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলাটি প্লাটিনাম স্পন্সর হিসেবে এসিআই অ্যানিমেল হেল্থ এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেড, গোল্ড স্পন্সর হিসেবে রেনাটা লিমিটেড এবং সিলভার স্পন্সর হিসেবে ইন্টার এগ্রো বিডি লিমিটেড পৃষ্ঠপোষকতা করছে।এসএ/এসএইচএস/আরআইপি