ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বই প্রকাশ করায় একুশের বইমেলা থেকে বদ্বীপ প্রকাশনীর স্টলকে সিলগালা করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার বিকেলে সিলগালা করা হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘কয়েকদিন থেকে ওই প্রকাশনীর বইগুলো তদন্ত করা হচ্ছিল। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার প্রমাণ পাওয়ায় আজ ওই প্রকাশনীটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়। এসময় প্রকাশনীটির ৬টি বই জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে সঙ্গত কারণে বইগুলোর নাম বলা যাবে না।’মেলায় কোনো প্রকাশনী যদি এ ধরণের বই ছেপে থাকে তবে তাদের সিলগালা করা হবে বলেও জানান তিনি।এআর/এসকেডি/আরআইপি