জাতীয়

জলবায়ু সম্মেলনের ১১তম দিনকে জীববৈচিত্র্য দিবস ঘোষণা

জলবায়ু সম্মেলনের ১১তম দিনকে জীববৈচিত্র্য দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) মোট ৫টি প্যানেল আলোচনা হওয়ার কথা রয়েছে বলে কপ-২৭ আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

বুধবারের অনুষ্ঠানের তালিকায় দেখা গেছে, জলবায়ু সম্মেলনের ১১তম দিনে পাঁচটি প্যানেলে আলোচনায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রকৃতি এবং ইকোসিস্টেম ভিত্তিক সমাধানের ওপর আলোচনা হবে। এছাড়া, জীববৈচিত্র্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্যের ক্ষতি রোধ, জীববৈচিত্র্যের ওপর জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রভাব হ্রাসকল্পে উদ্যোগ গ্রহণের জন্য আলোচনা হবে।

আলোচনায় সমুদ্র, বিপন্ন প্রজাতি, ও কোরালের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, মানুষের জন্য ইকোসিস্টেম সেবা প্রদান অব্যাহত রাখতে জীববৈচিত্র্য সংবেদনশীল সুরক্ষিত এলাকা রক্ষা, জলজ বাস্তুসংস্থান ও বিভিন্ন প্রজাতির ওপর প্লাস্টিক বর্জ্যের প্রভাব, এবং ইকোসিস্টেম-ভিত্তিক জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমনের উপায় গুরুত্ব পাবে।

এদিকে এবারের সম্মেলনে অর্জন বিষয়ে জানতে চাইলে বিশেষজ্ঞ ড. সেলিমুল্ হক জাগো নিউজকে বলেন, এবারের কফ একটি সফল সম্মেলন। উন্নত রাষ্ট্রগুলো এবার লস অ্যান্ড ড্যামেজ বিষয়ে সিদ্ধান্তে এসেছে। এ বিষয়ে একটি রূপরেখা তৈরি করা হবে বলে সবাই একমত হয়েছেন। সেমিনারের আরও তিনদিন বাকি রয়েছে।

তিনি বলেন, ১.৫ ডিগ্রি তাপমাত্রা বাস্তবায়নে সবাইকে উদ্যোগ নিতে হবে। বর্তমানে বিশ্বের সব স্থানে এনার্জি ক্রাইসিস দেখা দিয়েছে। সবাই মিলে একটি সিদ্ধান্তে না আসলে এ ক্রাইসিস সমস্যা সমাধান সম্ভব নয় বলে জানান তিনি।

এমএইচএম/এমআইএইচএস/এমএস