খেলাধুলা

আইসিসির প্রশংসা পেলো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শুরুতেই বাংলাদেশকে বিতর্কিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে তো আসেইনি, উল্টো বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেবার আবেদন করেছিল তারা; কিন্তু শেষ পর্যন্ত সকল জল্পনা-কল্পনার আবসান ঘটিয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন হলো দারুণ সফলভাবে। ফলে আইসিসির উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছে বাংলাদেশ।সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমন একটি সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। সিনিয়র বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের মত এটা আয়োজন করা অনেক চ্যালেঞ্জিং ছিল। ১৬টি দলের ৪৮টি খেলা আয়োজনের জন্য সকল কিছুই একই রকম প্রয়োজন ছিল। এটা তারা চমৎকারভাবে করতে পেরেছে।’টুর্নামেন্টের সফল আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সকলকে ধন্যবাদ জানান আইসিসি প্রধান নির্বাহী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল নিরাপত্তা ব্যবস্থা। আসরে সব ধরণের নিরাপত্তা প্রদানের জন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার এবং সকল নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই। অবশ্যই আগের সকল আসরের চেয়ে এটাই সবচেয়ে সফল আসর। আমার বিশ্বাস ভবিষ্যতেও এখানে একই রকম ব্যবস্থাপনা থাকবে। তাই এই সফল আয়োজনে যারা জড়িত সকলকেই ধন্যবাদ।’বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেন পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ও আইসিসি প্রেসিডেন্ট জহির আব্বাস। বাংলাদেশের সফল আয়োজন সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ আরও একবার প্রমাণ করলো, তারা সুযোগ্য আয়োজক। ভারত ও পাকিস্তানের সঙ্গে একমাত্র বাংলাদেশ এবং পাকিস্তান একটি করে ম্যাচ হেরেছে। আপনি বুঝতে পেরেছেন অনূর্ধ্ব-১৯ লেভেল কতটা উন্নত হয়েছে। যে কোন দলই ফাইনালে খেলতে পারতো। অভিনন্দন মেহেদি হাসান মিরাজকে, বাংলাদেশে সেরা সাফল্য এনে দেওয়ায় এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায়। বাংলাদেশের ক্রিকেট অনেক উপরে উঠছে, প্রতিনিয়ত তারা উন্নতি করছে।’আরটি/আইএইচএস/আরআইপি