একদল তরুণকে নিয়ে বাংলাদেশকে আকাশছোঁয়ার স্বপ্ন দেখিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি। পারেননি মিরাজরা। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। তবে শ্রীলংকাকে হারিয়ে ঠিকই অর্জণ করে নিয়েছে তৃতীয়স্থান। টুর্নামেন্টের শুরু থেকে অসাধারণ ক্রিকেট উপহার দিয়ে এসেছেন মিরাজরা। ব্যক্তিগত পারফরমেন্সে তো সবার নজর কেড়েছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। যে কারণে টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। এমন অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসি প্রেসিডেন্ট জহির আব্বাসের প্রশংসা পেলেন মিরাজ।অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ সফল আয়োজন নিয়ে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে, বাংলাদেশের উচ্ছ্বসিত প্রশংসা করেন পাকিস্তানের এই কিংবদন্তী ক্রিকেটার। এ সময় তিনি বলেন, ‘অভিনন্দন মেহেদি হাসান মিরাজকে, বাংলাদেশে সেরা সাফল্য এনে দেওয়ার জন্য এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায়। বাংলাদেশের ক্রিকেট অনেক উপরে উঠছে, প্রতিনিয়ত তারা উন্নতি করছে।’বাংলাদেশের দর্শকদেরও প্রশংসা করেছেন জহির আব্বাস। তিনি বলেন, ‘এদেশের মানুষ সত্যি ক্রিকেট পাগল। তারা এ খেলাকে ভালোবাসে। অন্য যে কোন কিছুর চেয়েও বেশি।’আইএইচএস/আরআইপি