রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে মো. নাঈম হাসান সবুজ (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দেব বলেন, বুধবার (১৬ নভেম্বর) রাতে ৯৯৯ ফোনের মাধ্যমে খবর পেয়ে মালিবাগের বাগানবাড়ি এলাকার ৫০৩ নম্বর বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বাসার মেঝেতে ওই যুবকের স্ত্রী বৃষ্টি (১৪) অচেতন অবস্থায় পড়েছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাঈমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আশপাশের লোকজনের কাছে জানা যায়- ১৫ দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ওঠেন নাঈম-বৃষ্টি। গতকাল রাতে যেকোনো সময় গলায় ফাঁস দেন নাঈম। তার স্ত্রী সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
নিহত নাঈমের দূর সম্পর্কের চাচাতো ভাই মামুন বলেন, নাঈমের বাড়ি কুমিল্লার বরুড়া থানার চৌভরী গ্রামে। তার বাবার নাম শফিকুল ইসলাম। ঢাকার আজিজ সুপার মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন নাঈম।
কাজী আল-আমিন/বিএ/এএসএম